Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” সাগর নদী সকল জলে,মাছ চাষে সোনা ফলে “রক্ষা করলে জাটকা মাছ ইলিশ পাবেন বারো মাস”  মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি 


জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন শীর্ষক প্রকল্প

২০১৮-২০১৯ অথ বছরে জয়পুরহাট সদর উপজেলায় মোট ১২টি সরকারী খাস জলাশয় খনন করা হয়েছে।

প্রকল্পের উদ্দেশ্যসমূহঃ

  1. টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর  খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারের দারিদ্র্য বিমোচন প্রচেষ্টাকে ত্বরান্বিত করা; 
  2. পতিত জলাশয় সংস্কারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করে পুষ্টির চাহিদা পূরণ;
  3. মাছ চাষের উন্নত প্রশিক্ষণ, সম্প্রসারণ সেবা এবং মৎস্য চাষের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মধ্যমে গ্রামীণ দরিদ্র মৎস্য চাষী, মৎস্যজীবী, বেকার যুবক ও দুস্থ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি করা ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা ;
  4. সমাজভিত্তিক মৎস্যচাষ ব্যবস্থার সূচনা করা  এবং উন্নয়নকৃত জলাশয়ে সুফলভোগীদের অধিকার প্রতিষ্ঠা করা এবং

         পতিত জলাশয় সংস্কারের মাধ্যমে আবাসস্থল পুনরুদ্ধার করে পরিবেশ বান্ধব মাছ চাষ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা।