Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” সাগর নদী সকল জলে,মাছ চাষে সোনা ফলে “রক্ষা করলে জাটকা মাছ ইলিশ পাবেন বারো মাস”  মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি 


ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) :

প্রকল্প পরিচিতি :  

প্রকল্পের নামঃ ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)

বাস্তবায়ন কালঃ মার্চ,২০১৫ হতে জুন, ২০২২

প্রকল্পের উদ্দেশ্যঃ

  • নির্বাচিত ইউনিয়নসমূহের স্থানীয় মৎস্য চাষিদের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নত মৎস্যচাষ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা।
  • মৎস্যচাষ ও বিভিন্ন মৎস্য সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
  • মৎস্যচাষ সংক্রান্ত পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রাতিষ্ঠানিক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিকরণ।
  • স্থানীয় জলজ সম্পদের সুষম ব্যবহারের জন্য ইউনিয়ন পরিষদকে কাযকর প্রতিষ্ঠান হিসাবে মৎস্য বিষয়ক সকল উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ।
  • মৎস্য অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, লিফ এবং স্থানীয় মৎস্যচাষিদের সমন্বয়ে মাঠপর্যায়ে স্থায়িত্বশীল সম্প্রসারণ কার্যক্রম পরিচালনার জন্য ইউনিয়ন ভিত্তিক মৎস্যচাষ সম্প্রসারণ পদ্ধতি প্রতিষ্ঠা করা।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর কতৃর্ক বাস্তবায়িত প্রকল্প কর্মকান্ড :

প্রর্দশনী স্থাপন :৪২ টি।

  • প্রশিক্ষণ প্রদান (দিন) : ১৮ দিন।
  • প্রশিক্ষনার্থীদের সংখ্যা (জন) : ৩২৪  জন।
  • মাঠ দিবস : ৫টি ।
  • মৎস্যচাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা  : ০৮ টি।
  • মাছচাষ সহায়ক উপকরণ বিতরণ  : ৯.৬৬ লক্ষ টাকার।
  • গ্রুপ ভিত্তিক মাছচাষ প্রদর্শনী স্থাপন ; ০৩ টি কার্প মিশ্র সিবিজ